আসবেন মুখ‍্যমন্ত্রী : জোরকদমে চলছে প্রস্তুতি বোলপুরে

27th December 2020 9:29 pm বীরভূম
আসবেন মুখ‍্যমন্ত্রী : জোরকদমে চলছে প্রস্তুতি বোলপুরে


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : আগামী ২৯ শে ডিসেম্বর বোলপুরে রোড শো করতে আসছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । তার ই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে যেমন রাজনৈতিক মহলে তেমনি প্রশাসনিক মহলে । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বোলপুরকে । দিন কয়েক আগেই বোলপুরে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এমনকি বাউল বাড়িতে গিয়ে মধ‍্যাহ্নভোজ ও সারেন তিনি । রোড শো ঘিরে যথেষ্ট উৎসাহিত বিজেপি শিবির । যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছিলেন বহিরাগত লোকজন নিয়ে এসে রোড শো করেছে বিজেপি ‌। এমনকি ঝাড়খন্ড থেকে লোক আনা হয়েছিলো বলে দাবী তৃণমূলের । স্বরাষ্ট্র মন্ত্রীর রোড শো এর পাল্টা এবার রোড শো করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । বিধানসভা ভোটের মুখে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক শিবির । বছরের শেষ প্রান্তে এসে বোলপুরে মুখ‍্যমন্ত্রীর রোড শো এর আয়োজন ঘিরে উৎসাহিত তৃণমূল শিবির । রোড শো শেষে সভা থেকে কি বার্তা দেন দলনেত্রী তার দিকেই তাকিয়ে রয়েছে সকলে । প্রস্তুতি পর্ব রাস্তায় নেমে দেখভাল করছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা । ইতিমধ‍্যেই পৌঁছে গেছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন । তিনিও রাস্তায় নেমে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখছেন । বোলপুর ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্ষন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে । 





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।